ঢাকাThursday , 16 May 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

হোসেনপুরে তীব্র গরমে শ্রেণিকক্ষে অসুস্থ ৩০ শিক্ষার্থী

প্রতিবেদক
-
May 16, 2024 3:53 pm
Link Copied!

হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের হোসেনপুরে তীব্র গরমে একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৩০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। এরমধ্যে এক শিক্ষার্থীকে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে

বৃহস্পতিবার দুপুরে হোসেনপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য মণ্ডল,  উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সালমা আক্তার। 

স্থানীয় সূত্রে জানা গেছে, তীব্র গরমে বিদ্যালয়টির প্রথম শ্রেণির একটি কক্ষে কয়েকজন শিক্ষার্থী অসুস্থতা অনুভব করতে থাকে। অন্য শ্রেণিগুলোতেও একই চিত্র দেখা যায়। পরে অসুস্থ শিক্ষার্থীদেরকে স্কুলের অফিস রুমে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়৷ 

এ ব্যাপারে প্রধান শিক্ষক রেবেকা সুলতানা জানান, তীব্র গরমে হঠাৎ একটি ক্লাসের কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। অন্য শ্রেণিগুলোতে গিয়েও একই অবস্থা দেখা যায়। কয়েকজন অভিভাবক বিদ্যালয়ে এসে তাদের সন্তানদের নিয়ে যান। পরে বিদ্যালয়ে ছুটি দেওয়া হয়।

আপনার মন্তব্য করুন