নিকলী (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের নিকলীতে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে। শনিবার প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া আক্তার। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৩–২৪ এর আওতায় বাছাইকৃত ৩৫ জন অনূর্ধ্ব–১৫ বালক ও বালিকাদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে।
এর আগে শনিবার সকালে নিকলী উপজেলা পরিষদ পুকুরে ৮টি ক্লাব ও ৪টি স্কুলের ৬৬ জন বালক ও বালিকা সাঁতারের বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। পরে ৩০ জন সাতাঁরু ফলাফল অর্জনকারীদের মাঝে পুরস্কার ও ক্রেস্ট প্রদান এবং চ্যাম্পিয়ন ক্লাবকে পুরস্কৃত করা হয়।
অনূর্ধ্ব-১৫ বালক-বালিকা, অনূর্ধ্ব-১৪/১৩) বালক-বালিকা, অনূর্ধ্ব-১২ বালক, ৫০ মিটার উন্মুক্ত সাঁতার, ৫০ মিটার বুক সাঁতার, ৫০ মিটার চিৎ সাঁতার ও ৫০ মিটার প্রজাপতি সাঁতার ইভেন্টে অংশ নেয়। ৩টি প্রথম স্থান এবং ২টি দ্বিতীয় স্থান হয়ে চ্যাম্পিয়ন হয় নিকলী সুইমিং ক্লাব। ২টি প্রথম ও ১টি দ্বিতীয় হয়ে রানার্সআপ হয় নিকলী মুক্তিযোদ্ধা সুইমিং ক্লাব। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া আক্তার। বিশেষ অতিথি ছিলেন নিকলী উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কারার শাহরিয়ার আহমেদ তুলিপ ও বাংলাদেশ সুইমিং ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য আবুল হাশেম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিসার মো. নূরে এলাহী। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা অফিসার আসিফ ইমতিয়াজ মনির এবং নিকলী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার ইনচার্জ রুস্তম আলী। বিচারকমণ্ডলী নির্ধারণসহ সার্বিক সহযোগিতায় ছিলেন ক্রীড়া সংগঠক ও সাঁতারু মো. জোবায়ের।