নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জ শহরের বত্রিশ হরিজন কলোনির মোড় সংলগ্ন পুকুর ভরাট ও পুকুর পাড়ে জমে থাকা ময়লা আবর্জনার স্তুপ অপসারণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে মহিলা পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার পরিবেশ উপ পরিষদ।
শনিবার বিকালে হরিজন কলোনির মোড় সংলগ্ন পুকুর পাড়ে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা মহিলা পরিষদের সভাপতি এডভোকেট মায়া ভৌমিক। স্বাগত বক্তব্য রাখেন জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক আতিয়া হোসেন।
আরো বক্তব্য রাখেন জেলা কমিটির সহ সভাপতি চন্দনা দেবনাথ, প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট শংকরী রাণী সাহা, আন্দোলন বিষয়ক সম্পাদক (ভারপ্রাপ্ত) কামরুন্নাহার, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মনিকা দাস, সদস্য বন্দনা দত্ত, মনোয়ারা বেগম জলি ও বিন্নগাঁও এলাকার সদস্য পাপিয়া পণ্ডিত। কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন শিক্ষক সঞ্চিতা ভৌমিক ও সাজ কাকলী।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা মহিলা পরিষদের জলবায়ু ও পরিবেশ বিষয়ক সম্পাদক বনশ্রী সরকার লাভলী।
বক্তাগণ হরিজন কলোনির পুকুরসহ শহরের বিভিন্ন এলাকায় পুকুর ভরাটকারীদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা হরিজন কলোনি সংলগ্ন পুকুর পাড়ের ময়লা আবর্জনা দ্রুত অপসারণেরও দাবি জানান।
মানববন্ধন শেষে র্যালী বের করা হয়। র্যালীটি বত্রিশ এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। কর্মসূচিতে মহিলা পরিষদের নেতাকর্মীসহ স্থানীয় বাসিন্দারাও অংশ নেন।