ঢাকারবিবার , ১৯ মে ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

টাঙ্গাইলে আন্ত:স্কুল কারাতে প্রতিযোগিতা

প্রতিবেদক
-
মে ১৯, ২০২৪ ১২:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

টাঙ্গাইল সংবাদদাতা: টাঙ্গাইল জেলার পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেড অনুষ্ঠিত হলো আন্ত:স্কুল কারাতে প্রতিযোগিতা ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় এই প্রতিযোগিতার আয়োজন করে টাঙ্গাইল জেলা ক্রীড়া অফিস

শনিবার সকালে টাঙ্গাইল সদর উপজেলার ১২টি স্কুলের ৭২ জন নতুন খেলোয়াড় অংশ নেয় এই প্রতিযোগিতায় বালক এবং বালিকাদের ৬টি ইভেন্টে সর্বোচ্চ ৩টি স্বর্ণ জিতে চ্যাম্পিয়ন হয় পুলিশ লাইন্স আদর্শ উচ্চ বিদ্যালয়ের বালিকা দল দলের পক্ষে স্বর্ণ জিতেছে সামিহা রেজা হৃদিতা, কারার তাসমিন আবিদা আক্তার এছাড়া বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মো. সফল মো. শিশির দুটি স্বর্ণ এবং আনুহলা উচ্চ বিদ্যালয়ের মো. সুমন একটি স্বর্ণ পান

খেলা শেষে খেলোয়াড়দের মাঝে পুরস্কার তুলে দেন টাঙ্গাইল জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার হোসেন

টাঙ্গাইল জেলা ক্রীড়া অফিসার আলআমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পুলিশ লাইন্স আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল কাদের, জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা মোহাম্মদ বায়েজীদ হোসেন এক্সিস ইয়োগা সেন্টারের নির্বাহী পরিচালক শফিকুল ইসলাম লাবলু

জেলা ক্রীড়া অফিসার জানান, টাঙ্গাইল জেলায় কারাতে ইভেন্টের প্রসারের জন্য প্রতিটি স্কুলে গিয়ে প্রাথমিক বাছাই করা হয়। এক্সিস ইয়োগা সেন্টারের সহযোগিতায় প্রতিটি স্কুল থেকে আগ্রহী ৫০ জনকে প্রাথমিকভাবে বাছাই করা হয়। এখান থেকে চূড়ান্ত প্রতিযোগিতায় সুযোগ পান ৬ জন করে খেলোয়াড়। তবে ছাত্র-ছাত্রীদের আগ্রহের কারণে প্রতিযোগিতার পরে স্কুলে মাসব্যাপী ফ্রি প্রশিক্ষণের বিষয়ে পরিকল্পনা করা হয়।

আপনার মন্তব্য করুন