নিজস্ব প্রতিবেদক: ফার্টিলাইজার এসোসিয়েশন (বিএফএ) কিশোরগঞ্জ জেলা শাখার দ্বিবার্ষিক সাধারণ সভা শনিবার শহরের সতাল এলাকার একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ ও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক আবুল কালাম আজাদ।
জেলা বিএফএ এর সভাপতি তারিক আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠনে আরো বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার এ. বি ছিদ্দিক, কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ সভাপতি শেখ ফরিদ আহম্মদ, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু।
সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. আব্দুল হেকিম।
অনুষ্ঠানে বক্তাগণ বিএফএ এর প্রত্যেক সদস্যকে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
বিভিন্ন পদে একাধিক প্রার্থী থাকায় কমিটি গঠন ছাড়াই দ্বিতীয় অধিবেশন শেষ হয়। আগামী এক সপ্তাহের মধ্যে সমঝোতা না হলে গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।