নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জে পাঁচ লক্ষাধিক শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। আগামী ১ জুন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে দিনব্যাপী শিশুদেরকে এই ক্যাপসুল খাওয়ানো হবে।
এরমধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৫৯ হাজার ৮৭৫ শিশুকে খাওয়ানো হবে একটি করে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৪ লাখ ৬১ হাজার ১৩৫ শিশুকে খাওয়ানো হবে একটি করে লাল রঙের ক্যাপসুল।
সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম রবিবার দুপুরে তার কার্যালয়ে আায়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
তিনি আরও জানান, জেলার ১৩ উপজেলায় স্থায়ী ও অস্থায়ীসহ মোট ২ হাজার ৯৩৪টি টিকাদান কেন্দ্রে শিশুদেরকে এ ক্যাপসুল খাওয়ানো হবে। ক্যাম্পেইনে দায়িত্ব পালন করবে স্বাস্থ্য বিভাগ ও পরিবার পরিকল্পনা বিভাগের সমন্বয়ে মাঠ পর্যায়ে ১ হাজার ২০৭ জন এবং প্রথম সারির তত্ত্বাবধায়ক জনবলের সংখ্যা ৩৭৮ জন। এছাড়া শিক্ষক, শিক্ষার্থী, আনসার-ভিডিপি সদস্য, টিকাদান কেন্দ্রের বাড়ির সদস্য, স্কাউট, রেডক্রিসেন্ট কর্মী, গার্লস গাইড, এনজিও কর্মীসহ বিভিন্ন বিভাগের ৪ হাজার ৬৬১ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন।
নির্ধারিত বয়সের প্রতিটি শিশুকে টিকাদান কেন্দ্রে এনে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর জন্য সিভিল সার্জন সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। কোনো অসুস্থ শিশুকে এ ক্যাপসুল খাওয়াতে নিরুৎসাহিত করে তিনি বলেন, এক্ষেত্রে হিতে বিপরিত হতে পারে। এ সংক্রান্ত কোনো গুজবে কান না দিতেও সকলের প্রতি আহ্বান জানান তিনি।
প্রেস ব্রিফিংয়ে কিশোরগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নাজমুল করিম ও সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. চৌধুরী শাহরিয়ার উপস্থিত ছিলেন।