অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের অষ্টগ্রাম সদর ইউনিয়ন পরিষদের ২০২৪-২৫ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ইউনিয়ন পরিষদের সভাকক্ষে আয়োজিত সভায় ২ কোটি ৭৭ লক্ষ ৪৮ হাজার ৪০০ টাকার বাজেট ঘোষণা করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলশাদ জাহান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মানিক কুমার দে।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কাজী জসিম উদ্দিন সিদ্দিকী, বিশিষ্ট ব্যবসায়ী এম. এ. আজিজ, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল বাসেদ ভূইয়া, প্রাক্তন ইউপি সদস্য মো. আনাস আলী ও ইউপি সদস্য মুক্তার মিয়া।
সভায় চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু বলেন, আমাদের সম্পদ সীমিত, কিন্তু চাহিদা অনেক। তাই সীমিত সম্পদ নিয়েই সামনে এগিয়ে যেতে হবে। সদর ইউনিয়নকে আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে প্রশাসনসহ সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
সুন্দর বাজেট সভা করার জন্য চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদেরকে ধন্যবাদ জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলশাদ জাহান। ইউনিয়নের সকল ওয়ার্ডে সুষম বন্টনের মাধ্যমে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করার পরামর্শ দেন তিনি।
এ সময় পরিষদের সকল সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন পরিষদের সচিব মো. বুরহান উদ্দিন।