ঢাকাWednesday , 5 June 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

পরিবেশ রক্ষার দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন

প্রতিবেদক
-
June 5, 2024 10:50 am
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: বিশ্ব পরিবেশ দিবসে পরিবেশ রক্ষার দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার সকালে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কিশোরগঞ্জ জেলা শাখা ও কিশোরগঞ্জ পরিবেশ রক্ষা মঞ্চের (পরম) যৌথ উদ্যোগে নরসুন্দা নদীর মুক্তমঞ্চ সংলগ্ন ওয়াকওয়েতে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়।

কর্মসূচিতে বক্তারা নরসুন্দা নদীর অবৈধ দখলদারদের উচ্ছেদ করে নদীর নাব্যতা ফিরিয়ে আনার দাবি জানান। এছাড়া কিশোরগঞ্জ শহরের বিভিন্ন স্থানে পুকুর ভরাট করে স্থাপনা গড়ে তোলায় বক্তারা ক্ষোভ প্রকাশ করেন এবং পুকুর ভরাটকারীদেরকে আইনের আওতায় এনে যথাযথ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

পরিবেশ রক্ষা মঞ্চ পরম এর আহ্বায়ক অধ্যক্ষ শরীফ আহমদ সাদীর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন অধ্যক্ষ প্রফেসর মাহবুবুর রহমান ভূঞা, শিক্ষানুরাগী আইয়ুব আলী খান, সাংবাদিক সাইফউদ্দীন আহমেদ লেনিন, এডভোকেট শেখ ফারুক আহাম্মদ, শিক্ষক হুমায়ুন কবির, এডভোকেট হুমায়ুন কবির, এম এ হাসান বাবুল, অধ্যাপক সাদেকুর রহমান, আলমগীর হোসেন, কবি ছায়দুল্লাহ, প্রভাষক মোহাম্মদ সেলিম ও প্রভাষক শহীদুল ইসলাম রুবেল।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রভাষক সাইফুল ইসলাম জুয়েল।

আপনার মন্তব্য করুন