ঢাকাবুধবার , ৫ জুন ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জের তিন উপজেলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে, ভোটার উপস্থিতি কম

প্রতিবেদক
-
জুন ৫, ২০২৪ ১:৪২ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: চতুর্থ ধাপে কিশোরগঞ্জের তিন উপজেলায় ভোটগ্রহণ চলছে। উপজেলাগুলো হলো বাজিতপুর, ভৈরব ও কুলিয়ারচর।

আজ বুধবার সকাল ৮ টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে বিকাল ৪ টা পর্যন্ত।

প্রতিটি উপজেলাতেই শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চললেও ভোটার উপস্থিতি খুবই কম।

বাজিতপুর সরকারি কলেজের ১ নং কেন্দ্রে মোট ভোটার ৩১৩৯। বেলা ১২ টা পর্যন্ত এ কেন্দ্রে কাস্ট হয়েছে ৪০২ ভোট। প্রিসাইডিং অফিসার কমল রঞ্জন দাস এ তথ্য জানিয়েছেন।

রিটার্নিং অফিসার এ টি এম ফরহাদ চৌধুরী জানান, বাজিতপুর উপজেলায় মোট ভোটার ২ লাখ ১৩ হাজার ৫৭০ জন। বেলা ১২ টা পর্যন্ত কাস্ট হয়েছে ১৩.১৯ শতাংশ। ভৈরবে মোট ২ লাখ ৪৩ হাজার ৬৪২ জন ভোটারের মধ্যে বেলা ১২ টা পর্যন্ত কাস্ট হয়েছে ২৫.৩৬ শতাংশ ভোট। কুলিয়ারচর উপজেলায় মোট ১ লাখ ৬২ হাজার ৪১৯ জন ভোটারের মধ্যে বেলা ১২ টা পর্যন্ত কাস্ট হয়েছে ৫.১৪ শতাংশ ভোট।

আপনার মন্তব্য করুন