নিজস্ব প্রতিবেদক: চতুর্থ ধাপে কিশোরগঞ্জের তিন উপজেলায় ভোটগ্রহণ চলছে। উপজেলাগুলো হলো বাজিতপুর, ভৈরব ও কুলিয়ারচর।
আজ বুধবার সকাল ৮ টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে বিকাল ৪ টা পর্যন্ত।
প্রতিটি উপজেলাতেই শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চললেও ভোটার উপস্থিতি খুবই কম।
বাজিতপুর সরকারি কলেজের ১ নং কেন্দ্রে মোট ভোটার ৩১৩৯। বেলা ১২ টা পর্যন্ত এ কেন্দ্রে কাস্ট হয়েছে ৪০২ ভোট। প্রিসাইডিং অফিসার কমল রঞ্জন দাস এ তথ্য জানিয়েছেন।
রিটার্নিং অফিসার এ টি এম ফরহাদ চৌধুরী জানান, বাজিতপুর উপজেলায় মোট ভোটার ২ লাখ ১৩ হাজার ৫৭০ জন। বেলা ১২ টা পর্যন্ত কাস্ট হয়েছে ১৩.১৯ শতাংশ। ভৈরবে মোট ২ লাখ ৪৩ হাজার ৬৪২ জন ভোটারের মধ্যে বেলা ১২ টা পর্যন্ত কাস্ট হয়েছে ২৫.৩৬ শতাংশ ভোট। কুলিয়ারচর উপজেলায় মোট ১ লাখ ৬২ হাজার ৪১৯ জন ভোটারের মধ্যে বেলা ১২ টা পর্যন্ত কাস্ট হয়েছে ৫.১৪ শতাংশ ভোট।
আপনার মন্তব্য করুন