ভৈরব (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের ভৈরব উপজেলা পরিষদ নির্বাচনে একটি কেন্দ্রে সহিংসতার ঘটনা ঘটেছে। এ কারণে কেন্দ্রটির ভোটগ্রহণ বাতিল করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভৈরব উপজেলার সাদেকপুর ইউনিয়নের ৬৩ নং মৌটুপী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুপুর সোয়া ২ টার দিকে ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলম সেন্টুর সমর্থকেরা জোরপূর্বক কেন্দ্রে ঢুকে তিনটি খালি ব্যালট বাক্স ও একটি ব্যালট বই ছিনতাই করে নিয়ে যায়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ছিনতাইকৃত ব্যালট বাক্স ও ব্যালট বইটি উদ্ধার করতে সক্ষম হয়।
এ ঘটনায় প্রিসাইডিং অফিসার কেন্দ্রটি ভোটগ্রহণ বাতিল ঘোষণা করেন।
রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এ টি এম ফরহাদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, চতুর্থ ধাপে বুধবার কিশোরগঞ্জের তিন উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। উপজেলাগুলো হলো বাজিতপুর, ভৈরব ও কুলিয়ারচর।