ঢাকাবুধবার , ৫ জুন ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

বন, নদী, জলাভূমির দখল এবং ভূমির অবক্ষয় রোধে আইন প্রয়োগের দাবিতে মানববন্ধন

প্রতিবেদক
-
জুন ৫, ২০২৪ ৫:৪২ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: “করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা’’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে টিআইবিসচেতন নাগরিক কমিটি (সনাক), মহিলা পরিষদ, নিরাপদ সড়ক চাই (নিসচা), একতা নাট্যগোষ্ঠী, উদীচী শিল্পীগোষ্ঠী কিশোরগঞ্জ এর যৌথ উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস ২০২৪ উদযাপন করা হয়েছে।

উপলক্ষ্যে বুধবার সকাল ১০টায় কিশোরগঞ্জ শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়

মানববন্ধনে পরিবেশ রক্ষায় বিভিন্ন দাবি উত্থাপন করা হয়। উল্লেখযোগ্য দাবিগুলোর মধ্যে রয়েছে প্রাকৃতিক সম্পদ যেমন নদীনালা, খালবিল, হাওর, জলাশয়, বনাঞ্চল, পাহাড় পরিবেশ সংবেদনশীল এলাকা সঠিকভাবে চিহ্নিত করে তা সংরক্ষণে পদক্ষেপ গ্রহণ, অনিয়ন্ত্রিতভাবে ভূগর্ভস্থ পানির উত্তোলন বন্ধ করা, ভূমি পানি দূষণ রোধে ভূমি জোনিং সুরক্ষা আইন ২০২৪ এর প্রেক্ষাপট অংশে পরিবেশ সুরক্ষা, খাদ্য উৎপাদনে ভূমির সর্বোত্তম ব্যবহার শব্দগুলোর সঙ্গে জলবায়ু পরিবর্তন মোকাবেলা উল্লেখ করা, পরিবেশ সুরক্ষায় এবং টেকসই উন্নয়ন অভীষ্ট১৫ অর্জনে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বিষয়গুলোকে যথাযথ গুরুত্ব প্রদান করে সংশ্লিষ্ট আইন নীতিতে অন্তর্ভুক্ত এবং তা বাস্তবায়নে গুরুত্বারোপ করা হয়। এছাড়া  বন, নদী জলাভূমির দখল এবং এর শ্রেণি পরিবর্তন করে সরকারি বেসরকারি প্রকল্প বাস্তবায়ন বন্ধ করা, বিজ্ঞানসম্মত বর্জ্য ব্যবস্থাপনার জন্য পৌর কর্তৃপক্ষের উদ্যোগ গ্রহণ, নরসুন্দা নদী দখলমুক্ত, দূষণ রোধ নদীর পূর্ব অবস্থা ফিরিয়ে আনার জন্য সিএস মূলে নদীর সীমানা পিলার স্থাপন, পৌর কর্তৃপক্ষকে স্থাপনা নির্মাণ অনুমোদনে ইমারত নির্মাণ বিধি অনুসরণ, হাওর এলাকায় চলমান উন্নয়নের কারণে পানি প্রবাহ বাধাগ্রস্থ হওয়াসহ জীববৈচিত্র্য নষ্ট হওয়ার আশংকা রয়েছে এমন প্রকল্প বাস্তবায়ন হতে বিরত থাকা, পরিবেশ জলবায়ু পরিবর্তন রোধে যে কোন প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিতে তথ্যের উন্মুক্ততা নাগরিক অংশগ্রহণ নিশ্চিত করার জন্য দাবি উত্থাপন করা হয়

মানববন্ধনে সভাপতিত্ব করেন সচেতন নাগরিক কমিটি (সনাক) এর সভাপতি .. জুয়েল মানবনন্ধনে কিশোরগঞ্জ জেলা এনজিও সমন্বয় পরিষদ, পপি, ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম, ভলান্টিয়ার্স ফর বাংলাদেশ, রূপান্তরের তারুণ্য কিশোরগঞ্জ, সুবর্ণ কথন আবৃত্তি সংগঠন এবং এপেক্স ক্লাব অংশগ্রহণ করে

মানববন্ধনে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাছুমা আক্তার, সনাক সদস্য বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আবদুল গনি, সনাক সহ সভাপতি আতিয়া রহমান, সনাক সদস্য এডভোকেট হামিদা বেগম, নিরাপদ সড়ক চাই (নিসচা) সভাপতি ফিরোজ উদ্দিন ভূইয়া, একতা নাট্যগোষ্ঠীর সভাপতি মানস কর, মহিলা পরিষদ জেলা শাখার সহ সাধারণ সম্পাদক বিলকিস বেগম প্রমুখ।

মানববন্ধনে স্বাগত বক্তব্য রাখেন জেলা মহিলা পরিষদের সভাপতি এডভোকেট মায়া ভৌমিক এবং ধারণাপত্র উপস্থাপন করেন ইয়েস দলনেতা নুসরাত জাহান তারিন

আপনার মন্তব্য করুন