নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জ শহরের নগুয়া এলাকার শত বছরের পুরনো পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার সকালে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের পিছনে নগুয়া পুকুরপাড়ে এ কর্মসূচি পালন করে পরিবেশ রক্ষা মঞ্চ (পরম)।
পরমের আহ্বায়ক অধ্যক্ষ শরীফ আহমদ সাদী অভিযোগ করেন, শহরের বেশ কিছু পুকুর ইতোমধ্যে ভরাট করা হয়েছে। যে কয়টি পুকুর অবশিষ্ট রয়েছে, সেগুলো ময়লা আবর্জনা ফেলে, আবার কোনোটি রাতের আঁধারে মাটি ফেলে ভরাট করা হচ্ছে। ফায়ার স্টেশনের পিছনে শত বছরের নগুয়া পুকুরটির একটি অংশ ময়লা ফেলে ভরাট করা হয়েছে। পৌরসভার মালিকানাধীন এ পুকুরটি পরিকল্পিতভাবে পৌর কর্তৃপক্ষই ভরাট করে ফেলতে চাইছে বলে অভিযোগ করেন তিনি। অন্যদিকে শহরের গাইটাল হর্টিকালচার সেন্টারের ভিতরে সরকারি পুকুরটি রাতের আঁধারে মাটি ফেলে ভরাট করা হচ্ছে। তিনি অবিলম্বে পুকুর ভরাটের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির দাবি এবং হাজামজা পুকুরগুলো সংস্কারের দাবি জানান।
তিনি শহরের ওপর দিয়ে বয়ে যাওয়া নরসুন্দা নদী সিএস রেকর্ড অনুযায়ী মেপে অবৈধ দখলদারদের উচ্ছেদ এবং নদীটির পানিপ্রবাহ ফিরিয়ে আনারও দাবি জানান।
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন কবি বাঁধন রায়, যুবলীগ নেতা রফিকুল ইসলাম হেলাল, তানভীর আহমেদ, আব্দুল্লাহ আল মামুন, শাকিল ভূঞা, আব্দুল ওয়াহাব প্রমুখ। মানববন্ধনে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।