বাজিতপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সরারচর রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে মানসিক প্রতিবন্ধী এক ব্যক্তি নিহত হয়েছেন।
শুক্রবার দুপুরে দুর্ঘটনাটি ঘটে।
নিহত রোকন (৩৫) বাজিতপুর উপজেলার হালিমপুর ইউনিয়নের পিপডাদি দক্ষিণপাড়া গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোকন সরারচর রেলস্টেশনে রেললাইনের উপর দিয়ে হেঁটে যাচ্ছিলেন। কিশোরগঞ্জ থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী আন্ত:নগর এগারসিন্দুর এক্সপ্রেস ট্রেনটি সরারচর স্টেশনে প্রবেশ করার সময় তিনি ট্রেনের নিচে কাটা পড়েন।
এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আপনার মন্তব্য করুন