ইটনা (কিশোরগঞ্জ) সংবাদদাতা: হাওর থেকে হাঁস আনতে গিয়ে বজ্রপাতে এক তরুণের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে কিশোরগঞ্জের ইটনা উপজেলার চন্দ্রপুর গ্রামের হাওরে।
নিহত নূরুজ্জামান (১৭) চন্দ্রপুর গ্রামের মুন্সীবাড়ির হাবিবুর রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বৃষ্টি শুরু হলে নূরুজ্জামান বাড়ির পাশের হাওর থেকে হাঁস আনতে যায়। সেখানে বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে স্থানীয় লোকজন তার লাশ উদ্ধার করে।
আপনার মন্তব্য করুন