কুলিয়ারচর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের কুলিয়ারচরে নানা কর্মসূচির মধ্য দিয়ে আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে রবিবার আনন্দ শোভাযাত্রা, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমতিয়াজ বিন মুছা জিসান।
কর্মসূচির শুরুতে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক ও উপজেলা পরিষদ চত্বর ঘুরে কুলিয়ারচর বাজারের শহীদ সেলিম বীর প্রতীক স্মৃতি সংসদে গিয়ে শোভাযাত্রাটি শেষ হয়।
শোভাযাত্রায় উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, যুব লীগ, ছাত্র লীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগসহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
শোভাযাত্রা শেষে কেক কাটা হয়। পরে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমতিয়াজ বিন মুছা জিসানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আবুল হোসেন লিটন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইয়াছির মিয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দ নূরে আলম, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ–সভাপতি ও কিশোরগঞ্জ জেলা পরিষদের সদস্য আব্দুস সাত্তার মাস্টার প্রমুখ ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা আওয়ামী লীগের সদস্য হাবিবুল্লাহ কামাল।