নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ মহিলা পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি কবি সুফিয়া কামালের ১১৩ তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে কিশোরগঞ্জে। এ উপলক্ষে বুধবার জেলা কমিউনিস্ট পার্টি কার্যালয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে জেলা মহিলা পরিষদ।
সভাপতিত্ব করেন মহিলা পরিষদ জেলা শাখার সভাপতি এডভোকেট মায়া ভৌমিক। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আতিয়া হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণতন্ত্রী পার্টি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি আব্দুর রহমান রুমী, ডাঃ সুশীল কুমার শীল, জেলা গণতন্ত্রী পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক চৌধুরী আলমাস, সিপিবি সদস্য হাবিবুর রহমান হীরা, মহিলা পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার অর্থ সম্পাদক এডভোকেট প্রতিভা শীল, লিগ্যাল এইড সম্পাদক হাসিনা হায়দার চামেলী, সমাজ কল্যাণ সম্পাদক সাজিদা ইয়াসমিন, প্রচার সম্পাদক এডভোকেট শংকরী রানী সাহা ও সদস্য এডভোকেট হামিদা বেগম।
আলোচকগণ বলেন, বাংলার নারী জাগরণে সুফিয়া কামালের অবদান অনস্বীকার্য। বৃটিশবিরোধী আন্দোলন, ভাষা আন্দোলন, ৬৯ এর গণঅভ্যুত্থান, ৭১ এর স্বাধীনতা সংগ্রাম, স্বৈরাচার বিরোধী আন্দোলনসহ দেশের প্রতিটি সংকটময় মুহূর্তে তিনি অবদান রেখেছেন।
প্রধান অতিথি তার বক্তব্যে সুফিয়া কামালের ব্যক্তিগত, পারিবারিক জীবন ও প্রতিবাদী ভূমিকার কথা তুলে ধরেন। তিনি বাংলাদেশে সুফিয়া কামালের নামে একটি পাবলিক ইউনিভার্সিটি স্থাপন করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
আলোচনা শেষে সহ–সভাপতি তানজিনা হোসেন পলি ও সাংস্কৃতিক সম্পাদক মনিকা দাসের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সভা সঞ্চালন করেন সংগঠনের জেলা শাখার ভারপ্রাপ্ত আন্দোলন সম্পাদক কামরুন্নাহার।
সভায় বিভিন্ন পাড়া কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।