করিমগঞ্জ (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার চামটাঘাটে সারভর্তি নৌকা ও ট্রাক আটক করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে একটি নৌকায় করে সারগুলো চামটাঘাটে আনা হয়। পরে নৌকা থেকে একটি বড় ট্রাকে সারের বস্তাগুলো তোলার সময় স্থানীয় জনতা আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই নৌকার মাঝি ও ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায়।
করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, নৌকা থেকে ট্রাকে তোলার সময় কয়েকশ বস্তা সার আটক করা হয়েছে।তবে কাউকে আটক করা যায়নি।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।
আপনার মন্তব্য করুন