নিজস্ব প্রতিবেদক: বীর মুক্তিযোদ্ধাদেরকে সংবর্ধনা দেবে আমরা একাত্তর কিশোরগঞ্জ জেলা শাখা।
শুক্রবার সন্ধ্যায় শহরের বত্রিশ এলাকায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আমরা একাত্তর কিশোরগঞ্জ জেলা শাখার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট অশোক সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
আলোচনা সভায় ভার্চুয়ালি অংশ নেন আমরা একাত্তর কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি প্রদীপ চক্রবর্তী।
সভায় প্রতিমাসে অন্তত একটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিয়ে মুক্তিযুদ্ধের গল্প বলা এবং এ সংক্রান্ত আলোচনা সভা করা, আগামী আগস্ট মাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদনসহ বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী ডিসেম্বর মাসে জেলার প্রতিটি উপজেলা থেকে দুজন করে মোট ২৬ জন মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেওয়া হবে এবং প্রতিবছর পর্যায়ক্রমে এ কার্যক্রম অব্যাহত রাখার সিদ্ধান্ত গৃহিত হয়।
সভায় উপস্থিত ছিলেন আমরা একাত্তর কিশোরগঞ্জ জেলা শাখার সদস্য সচিব এনামুল হক আলমাস, বীর মুক্তিযোদ্ধা এ. এস. এম ফেরদৌস, অধ্যাপক শাহজাহান সাজু, সাংবাদিক সাইফউদ্দীন আহমেদ লেনিন, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাছুমা আক্তার, সুবোধ রঞ্জন দত্ত, কায়সার আহমেদ লিংকন, হিমেল আহমেদ খান, মো. মাসুদ আলম, আকাশ রায় বাবু প্রমুখ।