নিকলী (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের সংসদ সদস্য মো. আফজাল হোসেনের সঙ্গে নিকলী উপজেলার চেয়ারম্যানদের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
শনিবার নিকলী উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত মত বিনিময় সভায় উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোকারিম, ভাইস চেয়ারম্যান মো. তাহের আলী, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আরা বিউটি ও উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথি সংসদ সদস্য মো. আফজাল হোসেন বলেন, বর্তমান সরকার জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। সরকারের গৃহিত পদক্ষেপ বাস্তবায়নে এবং জনগণের সেবা নিশ্চিত করার লক্ষ্যে চেয়ারম্যানসহ সকল শ্রেণির জনপ্রতিনিধিদেরকে ভূমিকা রাখার আহ্বান জানান। প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীদেরকেও সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
নিকলী উপজেলা প্রশাসন আয়োজিত মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া আক্তার। সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি কারার সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক এডভোকেট আসাদুল হক, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোশাররফ হোসেনসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।
পরে নিকলী মুক্তিযোদ্ধা কলেজের ছয়তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সংসদ সদস্য মো. আফজাল হোসেন।