হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের হোসেনপুরে ইটবোঝাই ট্রলির চাপায় তুহিন মিয়া (৩) নামের এক শিশু নিহত হয়েছে৷
রবিবার বেলা ১১ টার দিকে হোসেনপুর ব্র্যাক অফিসের কাছে দুর্ঘটনাটি ঘটে৷ নিহত তুহিন ময়মনসিংহের গফরগাঁও উপজেলার গাভীশিমুল গ্রামের নিধার হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে যায়, তুহিনের খালা হোসেনপুর ব্র্যাক অফিসে চাকুরি করেন। রবিবার সকালে তুহিনকে নিয়ে তার মা ব্র্যাক অফিসে যান। সেখান থেকে বের হয়ে রাস্তা পার হওয়ার সময় ইটবোঝাই একটি ট্রলি তুহিনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তার লাশ উদ্ধার করে।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাহিদ হাসান সুমন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আপনার মন্তব্য করুন