নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জে কৃষকলীগের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে সদর উপজেলার বিসিক শিল্পনগরী এলাকায় কর্মসূচির উদ্বোধন করেন কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ সমীর চন্দ।
জেলা কৃষকলীগ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি কিশোরগঞ্জ–৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক।
জেলা কৃষকলীগের সভাপতি আহমেদ উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিশ্বনাথ সরকার বিটু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এডভোকেট জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা এডভোকেট এম. এ. আফজল, কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সহ–সভাপতি মোহাম্মদ আকবর আলী চৌধুরী, সহ–সভাপতি ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক মাকসুদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব ডক্টর হাবিবুর রহমান মোল্লা, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এনায়েত করিম অমি ও কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য আক্তারুজ্জামান শিপন।
কর্মসূচির উদ্বোধন করে কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ সমীর চন্দ বলেন, বর্তমানে একদিকে যেমন বৃষ্টির প্রভাব, তেমনি তীব্র তাপদাহ। তাই পরিবেশ রক্ষায় গাছ লাগানোর বিকল্প নেই।
এ কর্মসূচিতে শতাধিক বৃক্ষরোপণ করা হয়।এ সময় জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন কিশোরগঞ্জ জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু।