বাজিতপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের সংসদ সদস্য মো. আফজাল হোসেনের সঙ্গে বাজিতপুর উপজেলার চেয়ারম্যানদের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বাজিতপুর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত মত বিনিময় সভায় উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান রেজাউল হক কাজল, ভাইস চেয়ারম্যান মো. মাসুদ মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান গোলনাহার, বাজিতপুর পৌরসভার মেয়র আনোয়ার হোসেন আশরাফ ও উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথি সংসদ সদস্য মো. আফজাল হোসেনকে চেয়ারম্যানদের পক্ষ থেকে ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হয়। উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানকেও ফুল দিয়ে বরণ করেন আফজাল হোসেন এমপি। এ সময় প্রবীণ আওয়ামী লীগ নেতা আলাউক হক উপস্থিত ছিলেন।
বাজিতপুর উপজেলা প্রশাসন আয়োজিত মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাশিদ বিন এনাম। সভায় উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে উপজেলা পরিষদের সভা ও আইনশৃঙ্খলা কমিটির সভায় অংশগ্রহণ করেন সংসদ সদস্য মো. আফজাল হোসেন। সভায় বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুর্শেদ জামানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।