নিকলী (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের নিকলীতে গাঁজাসহ ফরজ আলী (৪৫) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে নিকলী উপজেলা সদরের ষাইটধার পশ্চিমহাটি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতার ফরজ আলী নিকলী উপজেলার ষাইটধার গ্রামের মৃত নূর হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওয়ারেন্ট তামিল ও মাদকদ্রব্য উদ্ধার অভিযানে নিকলী নতুন বাজার মাছ মহালে অবস্থান করছিল পুলিশের একটি দল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে, ষাইটধার পশ্চিমহাটি গ্রামের জনৈক আকবরের দোকানের সামনের রাস্তায় কতিপয় লোক গাঁজা কেনাবেচা করছে। এ সংবাদের ভিত্তিতে নিকলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশাররফ হোসেনের নির্দেশে থানার সেকেন্ড অফিসার রিয়াদ হোসেন ও এসআই সোহেল সরকারের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় ফরজ আলীকে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে রফিকুল ইসলাম (৩২) নামে একজন পালিয়ে যায়। তিনি নিকলী উপজেলার খালিশারহাটি গ্রামের মিলু মিয়ার ছেলে।
নিকলী থানার অফিসার ইনচার্জ মোশাররফ হোসেন জানান, গ্রেফতার ফরজ আলী ও পলাতক আসামি রফিকুল ইসলাম পরস্পর যোগসাজশে বিভিন্ন স্থান থেকে মাদকদ্রব্য এনে বিক্রি করে আসছিলেন।
এ ব্যাপারে নিকলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।