পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানা পুলিশ ধর্ষণ মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি ইমন মিয়াকে (১৯) গ্রেফতার করেছে। শুক্রবার দুপুরে পাকুন্দিয়া উপজেলার চরকাওনা এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
তিনি পাকুন্দিয়া উপজেলার চরকাওনা গ্রামের মফিজ উদ্দিনের ছেলে।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান টিটু জানান, আসামি ইমন মিয়া হোসেনপুর থানার ২০১৭ সালের একটি ধর্ষণ মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত। তিনি দীর্ঘদিন যাবত পলাতক ছিলেন।
গ্রেফতারের পর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
আপনার মন্তব্য করুন