ঢাকাFriday , 12 July 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

স্বেচ্ছায় নিষিদ্ধ জাল জমা দিলেন মৎস্যজীবী

প্রতিবেদক
-
July 12, 2024 11:21 pm
Link Copied!

রাজবাড়ি সংবাদদাতা: রাজবাড়ি জেলার বালিয়াকান্দি উপজেলা মৎস্য কর্মকর্তার আহ্বানে সাড়া দিয়ে স্বেচ্ছায় নিষিদ্ধ চায়না জাল জমা দিয়েছেন এক মৎস্যজীবী।

বৃহস্পতিবার বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের চামটা গ্রামে উপজেলা মৎস্য কর্মকর্তা হালিমা সরদারের কাছে পাঁচটি নিষিদ্ধ জাল জমা দেন মৎস্যজীবী মিঠু শেখ। পরে সকলের উপস্থিতিতে জালগুলো পুড়িয়ে ফেলা হয়।

এর আগে জেলা মৎস্য কর্মকর্তা মো. মশিউর রহমানের দিক নির্দেশনায় বালিয়াকান্দি উপজেলা মৎস্য কর্মকর্তা হালিমা সরদারের নেতৃত্বে বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের জিয়েলগাড়ি বিলে বিল নার্সারির নমুনায়ন করতে গিয়ে সুফলভোগীদের সঙ্গে মতবিনিময় এবং সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রজেক্ট বিষয়ে অনুষ্ঠিত সভায় স্থানীয় মৎস্যজীবীরা উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত সুফলভোগীদের মধ্যে মৎস্যজীবী মিঠু শেখ স্বেচ্ছায় নিজের পাঁচটি নিষিদ্ধ চায়না জাল মৎস্য কর্মকর্তার কাছে সমর্পণ করেন পরে সকলের উপস্থিতিতে জালগুলো পুড়িয়ে ফেলা হয়।

এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা বলেন, স্বেচ্ছায় নিষিদ্ধ জাল সমর্পণ করে মিঠু শেখ দৃষ্টান্ত স্থাপন করেছেন। অন্যরাও ধীরে ধীরে নিজেদের ভুল বুঝতে পারবে এবং সচেতন হয়ে নিষিদ্ধ জাল মৎস্য দপ্তরের কাছে সমর্পণ করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

আপনার মন্তব্য করুন