সোহেল রানা, বিশেষ প্রতিনিধি: দুটি মামলায় সাজাপ্রাপ্ত আসামি মোবারক হোসেন মৃধাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে রাজধানীর আশকোণা হাজীক্যাম্প সংলগ্ন মোল্লারটেক প্রেমবাগান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
তিনি কিশোরগঞ্জের নিকলী উপজেলার সিংপুর শিলবাড়ি গ্রামের মীর কাশেম মৃধার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতার আসামি মোবারক হোসেন মৃধা কিশোরগঞ্জ আদালতে দায়ের করা দুটি মামলায় (এনআই অ্যাক্ট) সাজাপ্রাপ্ত। এরমধ্যে একটি মামলায় (মামলা নং ৬৪৯/২৩) ৩১ লাখ টাকা অর্থদণ্ডসহ এক বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এবং অপর একটি মামলায় (মামলা নং ৮২/২৩) ৮ লাখ টাকা অর্থদণ্ডসহ ছয় মাসের সশ্রম কারাদন্ডপ্রাপ্ত।
নিকলী থানার অফিসার ইনচার্জ মো. মোশাররফ হোসেনের নির্দেশে এএসআই মো. আমজাদ হোসেন ও এএসআই মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে।
শনিবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। নিকলী থানার অফিসার ইনচার্জ মো. মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।