নিজস্ব প্রতিবেদক: প্রতি এক লাখে একহাজার টাকা মুনাফা দেওয়ার প্রলোভন দেখিয়ে গ্রাহকের ৩ কোটি ২৫ লাখ ৯১ হাজার টাকা আত্মসাতের অভিযোগে কিশোরগঞ্জে ডাচ বাংলা ব্যাংকের এজেন্টসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার মামলাটি দায়ের করেন দুদক কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাহাথীর মুহাম্মদ সামী।
মামলার আসামিরা হলেন হোসেনপুর উপজেলার হোগলাকান্দি বোর্ডবাজারের মেসার্স আলমগীর ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট আলমগীর (৪২), সাব এজেন্ট আউটলেট মানিক খান (৩২) ও আউটলেট রিলেশনশীপ অফিসার (ওআরও) নাহীন সুলতানা ওরফে শেফালী (৩২)।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ব্যাংকের তুলনায় উচ্চ মুনাফার লোভ দেখিয়ে আসামিরা পরস্পর যোগসাজশে (প্রতি এক লাখে একহাজার টাকা) গ্রাহকদের কাছ থেকে টাকা সংগ্রহ এবং জমাকৃত টাকা ব্যাংকিং চ্যানেলের বাইরে ব্যক্তিগতভাবে নিজের কাছে জমা করেন। প্রমাণস্বরূপ সংশ্লিষ্ট গ্রাহকের নাম ও সমপরিমাণ টাকার অংক লিখে এজেন্ট আলমগীরের স্বাক্ষরে ব্যাংকের চেক প্রদান করা হতো। কেউ মুনাফা উত্তোলন করতে গেলে নগদ টাকায় মুনাফার অর্থ প্রদান করে চেকের পিছনে স্বাক্ষর করে দিতেন।
এভাবে ৭৯ জন গ্রাহকের কাছ থেকে ৩ কোটি ২৫ লাখ ৯১ হাজার টাকা আত্মসাত করেন তারা।