নিকলী (কিশোরগঞ্জ) সংবাদদাতা: নাশকতার মামলায় কিশোরগঞ্জের নিকলীতে এ পর্যন্ত ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
কোটাসংস্কার আন্দোলনে নাশকতার সৃষ্টির অভিযোগে নিকলী থানায় একটি মামলা হয়। মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ গ্রেফতার অভিযানে নামে।
গত ২৩ জুলাই থেকে ২৮ জুলাই পর্যন্ত ৯ জনকে গ্রেফতার করেছে। তারা হলেন মজলিশপুর (বদরপুর) গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে মো. আশরাফ উদ্দিন (৬২), কারপাশা গ্রামের মৃত ইউনুছ আলীর ছেলে আব্দুছ ছাত্তার (৪৬), আঠারবাড়িয়া গ্রামের চান্দু মিয়ার ছেলে মামুন মিয়া (২৬), দামপাড়া (মাইজহাটি) গ্রামের মৃত আছর উদ্দিনের ছেলে মো. সবুজ মিয়া (৩৫), রসুলপুর গ্রামের মহিউদ্দিন আহম্মেদের ছেলে মো. নূরুল আমিন রিপন (৫০), বানিয়াহাটি গ্রামের মৃত মলু হোসেন তালুকদারের ছেলে সাজেদুল ইসলাম তালুকদার (৫৫), ষাইটধার গ্রামের কলিম উদ্দিনের ছেলে মো. রাকিব (২৬), কামারহাটি গ্রামের মৃত হাতেম আলীর ছেলে মো. আরিফ হোসেন (৩৪) ও নয়াহাটি গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে আসাদুজ্জামান সেলিম (৪৬)।
নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন জানান, নাশকতার মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার অভিযান অব্যাহত থাকবে।