ঢাকাবৃহস্পতিবার , ৮ আগস্ট ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

হোসেনপুরে ইউএনও, ওসির সঙ্গে ইসলামী আন্দোলনের নেতাদের মতবিনিময়

প্রতিবেদক
-
আগস্ট ৮, ২০২৪ ৯:০১ অপরাহ্ণ
Link Copied!

হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের হোসেনপুরে আইন শৃঙ্খলা জনসাধারণের বসবাসের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার লক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য মণ্ডল ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ হাসান সুমনের সঙ্গে মতবিনিময় করেছেন ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ। 

সভায় জনসাধারণের জান মালের নিরাপত্তা বিধানের জন্য প্রশাসনকে কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়। ইসলামী আন্দোলনের প্রতিটি নেতাকর্মী এক্ষেত্রে সব ধরণের সহযোগিতা করবে বলে আশ্বাস দেওয়া হয়। সভায় নেতৃবৃন্দ বলেন, আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ইসলামী আন্দোলনের প্রতিটি নেতাকর্মী আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনসাধারণের নিরাপত্তার জন্য কাজ করে যাচ্ছেন।

সভায় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা প্রভাষক আলমগীর হোসাইন তালুকদার, জেলা সদস্য মাহমুদুর রহমান মাহমুদ, ইসলামী ছাত্র আন্দোলন জেলা শাখার সাধারণ সম্পাদক তানভীর আহমদ, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম ভূঁইয়া, ইসলামী আন্দোলন হোসেনপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা আজিজুল হক, সিনিয়র সহ সভাপতি মাওলানা খারিমুল্লাহ, মুজাহিদ কমিটি হোসেনপুর উপজেলা শাখার ছদর মাওলানা  আসাদুজ্জামান,  ইসলামী যুব আন্দোলন হোসেনপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা নূর উল্লাহ, ইসলামী ছাত্র আন্দোলন হোসেনপুর উপজেলা শাখার সভাপতি মুহাম্মদ এমদাদুল ইসলাম প্রমুখ।

আপনার মন্তব্য করুন