পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার বড় আজলদি গ্রামের শহীদুল্লাহ-জাহানারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পাকুন্দিয়া উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা ডাক্তার শহীদুল্লাহ আর নেই।
মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি স্ত্রী, চার ছেলে, এক মেয়ে ও অসংখ্য গুণগ্রাহি রেখে গেছেন। বুধবার বেলা ১১টায় পোড়াবাড়িয়া পশ্চিমপাড়া ঈদগাহে তার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে বড় আজলদি গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
তার মৃত্যুতে পাকুন্দিয়া উপজেলার বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, পাকুন্দিয়া উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়েছেন।
আপনার মন্তব্য করুন