অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) সংবাদদাতা: ছাত্র-জনতার আন্দোলনে গণহত্যার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলা বিএনপি বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে। বুধবার অষ্টগ্রাম বড় বাজারে উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়।
উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাঈদ আহমদের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক অষ্টগ্রাম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন মুকুল, সাংগঠনিক সম্পাদক এস এম শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. নিজামুল হক নজরুল, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. দানা মেম্বার, যুবদলের সদস্য সচিব মো. আলী রহমান, কৃষক দলের সভাপতি মো. ইউনুস আলী মেম্বার, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. জুয়েল মিয়া, সদস্য সচিব ইয়ামিন হাসান, উপজেলা ছাত্রদলের সভাপতি তিতুমীর হোসেন সোহেল প্রমুখ।
এর আগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।