করিমগঞ্জ (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জ জেলা ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ বুধবার করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
এ সময় নেতৃবৃন্দ পুলিশের ভাবমূর্তি ফিরিয়ে আনতে সততা ও পক্ষপাতহীনভাবে কাজ করার পরামর্শ দেন। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশকে সব ধরণের সহায়তারও আশ্বাস দেন।
এতে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা ইসলামী আন্দোলনের সভাপতি হাফেজ মাওলানা প্রভাষক আলমগীর হোসাইন তালুকদার, জেলা সদস্য মাহমুদুর রহমান মাহমুদ, ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) মুফতি জোবায়ের আহমাদ, কিশোরগঞ্জ জেলা ইসলামী ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক তানভীর আহমাদ, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম ভূঁইয়া, স্কুল ও কলেজ সম্পাদক হাফিজুল ইসলাম হামীম।
আপনার মন্তব্য করুন