ঢাকাThursday , 15 August 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে বিএনপির অবস্থান কর্মসূচি

প্রতিবেদক
-
August 15, 2024 4:54 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: গণহত্যার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দোসরদের বিচার দাবিতে কিশোরগঞ্জ জেলা বিএনপি বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে।

বৃহস্পতিবার দুপুরে শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে এ কর্মসূচি পালিত হয়।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি এডভোকেট জাহাঙ্গীর আলম মোল্লা, রুহুল হোসাইন, ইসমাইল হোসেন মধু ও এডভোকেট শরীফুল ইসলাম শরীফ, যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল, সাংগঠনিক সম্পাদক ইসরাইল মিয়া ও আমিনুল ইসলাম আশফাক, সহ সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম ও হানিফ উদ্দিন আহমেদ রনক, জেলা শ্রমিক দলের সভাপতি সালাহউদ্দিন আহমেদ বাচ্চু, জেলা মহিলা দলের সভাপতি এডভোকেট জেসমিন সুলতানা কবিতা ও সাধারণ সম্পাদক মাহমুদা বেগম, জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন ও সাংগঠনিক সম্পাদক তারিকুজ্জামান পার্ণেল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু নাসের সুমন ও সদস্য সচিব শহীদুল্লাহ কায়সার শহীদ, জেলা ছাত্রদলের সভাপতি মারুফ মিয়া ও সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ নেভীন প্রমুখ।

বক্তাগণ বলেন, ছাত্র-জনতার আন্দোলনে প্রতিটি হত্যার বিচার দাবি করে বলেন, আর কোনো ফ্যাসিস্ট শক্তি যেন রাষ্ট্রক্ষমতায় আসতে না পারে, সেজন্য ছাত্র-জনতাকে সজাগ থাকতে হবে।

এর আগে শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়।

আপনার মন্তব্য করুন