করিমগঞ্জ (কিশোরগঞ্জ) সংবাদদাতা: বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুজন নিহত ও তিনজন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার ভোরে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার জয়কা ইউনিয়নের উত্তর কলাবাগ গ্রামে।
নিহত দুজন হলেন উত্তর কলাবাগ গ্রামের আবুল কাশেমের ছেলে আলী আকবর (৩০) ও মোহাম্মদ আলীর ছেলে কাঞ্চন মিয়া (৩২)।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরে উত্তর কলাবাগ গ্রামের কয়েকজন মিলে ভোলাডুবা বিলে নৌকা দিয়ে মাছ ধরতে যান। এ সময় বৃষ্টির শুরু হয়। বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে ঘটনাস্থলেই দুজন নিহত ও তিনজন আহত হন। আহতদেরকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
জয়কা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
আপনার মন্তব্য করুন