নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জ ওয়ালী নেওয়াজ খান কলেজের অধ্যক্ষ আল আমিনের অপসারণ দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। বিক্ষোভের একপর্যায়ে তারা অধ্যক্ষের কক্ষে তালা ঝুলিয়ে দেন।
রবিবার দুপুর থেকে ঘন্টাব্যাপী চলে বিক্ষোভ। তবে এ সময় অধ্যক্ষ কলেজে উপস্থিত ছিলেননা। খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান। প্রশাসনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা কর্মসূচি স্থগিত করেন।
অধ্যক্ষ আল আমিনের বিরুদ্ধে কলেজ গভর্নিংবডির একাংশসহ শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ করে তার অপসারণ দাবি করে আসছেন।
দুর্নীতি দমন কমিশনে কলেজটির প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য আরজু খানের দায়ের করা অভিযোগ বর্তমানে তদন্তাধীন বলে জানা গেছে।
আপনার মন্তব্য করুন