অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক হায়দারী বাচ্চু (৭৫) ও তার ছেলে এডভোকেট বিপ্লব হায়দারীসহ ২১৪ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মনির মিয়া বাদী হয়ে বৃহস্পতিবার অষ্টগ্রাম থানায় মামলাটি দায়ের করেন।
মামলায় ১২৪ জনের নামোল্লেখ এবং অজ্ঞাত ৮০/৯০ জনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আনা হয়।
এজাহারে উল্লেখ করা হয়, স্বৈরাচারী শেখ হাসিনার পতন ও পলায়নের পর গত ৬ আগস্ট সন্ধ্যা ৭টায় অষ্টগ্রামে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতৃত্বে ছাত্র-জনতার বিজয় মিছিলে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের কর্মীরা দেশিয় অস্ত্র, বিস্ফোরক ও ককটেল বিস্ফোরণের মাধ্যমে হামলা চালায়। মিছিলটি পূর্ব অষ্টগ্রাম আখড়াবাজার এলাকায় বিএনপির কার্যালয়ের সামনে যাওয়ামাত্র ফজলুল হক হায়দারী বাচ্চুর নির্দেশে আসামিরা হামলা চালায়। এতে মামলার বাদী মনির মিয়াসহ বেশ কয়েকজন আহত হন।
অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শফিকুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে।