মিঠামইন (কিশোরগঞ্জ) সংবাদদাতা: ধনেগুড়ার সঙ্গে ধানের কুড়ার মিশ্রণ করার অপরাধে মসলা মিলের ম্যানেজার ও মেশিন অপারেটরকে এক লাখ টাকা জরিমানা ও সাতদিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।
রবিবার কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. শোয়েব শাত-ঈল ইভানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ সাজা দেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মিঠামইন বাজারের কাঠমহাল সংলগ্ন মসলা মিলে রবিবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। মিলটিতে ধনেগুড়ার সঙ্গে ধানের কুড়া মেশানোর আলামত পাওয়া যায়। এ অপরাধে মিলের ম্যানেজার ও মেশিন অপারেটরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এক লাখ টাকা জরিমানা ও সাতদিনের কারাদণ্ড দেওয়া হয়।
সেনাবাহিনী ও পুলিশের একটি দল ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে।
আপনার মন্তব্য করুন