ঢাকাFriday , 6 September 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে উদীচীর উদ্যোগে জাতীয় সঙ্গীত গাইলেন শিল্পী, সাহিত্যিক, শিক্ষক, সাংবাদিক

প্রতিবেদক
-
September 6, 2024 11:50 am
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সঙ্গীত নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে কিশোরগঞ্জে জাতীয় সঙ্গীত গাইলেন শিল্পী, সাহিত্যিক, শিক্ষক, সাংবাদিক, রাজনীতিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী কিশোরগঞ্জ জেলা উদীচী শিল্পী গোষ্ঠী শুক্রবার সকাল ১০ টায় শহরের রঙমহল চত্বরের সামনের সড়কে এ কর্মসূচি পালন করে। “জাতীয় সঙ্গীত নিয়ে ষড়যন্ত্র রুখে দাঁড়াও, পথে নামো, কণ্ঠ ধরো, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে রাস্তায় দাঁড়িয়ে কণ্ঠ মেলান সকলে।

জেলা উদীচীর সভাপতি ফিরোজ উদ্দিন ভূঁইয়া, সাধারণ সম্পাদক স্বপন কুমার বর্মণের নেতৃত্বে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ কর্মসূচিতে অংশ নেন। তারা সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত গেয়ে ষড়যন্ত্রের প্রতিবাদ করেন। এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন।

জেলা উদীচীর সাধারণ সম্পাদক স্বপন কুমার বর্মণ বলেন, এদেশ আমার আপনার সকলের। যুগ যুগ ধরে যখনই কোনো অপশক্তির আঘাত এসেছে, তখনই এদেশের ছাত্রসমাজ এর দাঁতভাঙ্গা জবাব দিয়ে রক্ষা করেছে মাতৃভূমিকে।

জেলা উদীচীর সভাপতি ফিরোজ উদ্দিন ভূঁইয়া বলেন, ৫২ এর ভাষা আন্দোলন, ৬২ এর শিক্ষা আন্দোলন, ৬৯ এর গণ অভ্যুত্থান, একাত্তরের স্বাধীনতা সংগ্রাম, ৯০ এর গণ আন্দোলন, আর ১৭ বছর ধরে জগদ্দল পাথরের মতো চেপে বসা স্বৈরশাসন ও দুর্নীতির বিরুদ্ধে ২০২৪ এ ছাত্ররাই রুখে দাঁড়িয়েছে। তাদের রক্ত বৃথা যায়নি। বুকের তাজা রক্ত দিয়ে হলেও তারা জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা ও দেশের সম্মান রক্ষা করবে বলে দৃঢ়তার সঙ্গে বলেন তিনি।

আপনার মন্তব্য করুন