ভৈরব (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের ভৈরবে ট্রেনের ধাক্কায় সেতু থেকে নিচে পড়ে অজ্ঞাত নারী ও পুরুষের মৃত্যু হয়েছে। নারী ও পুরুষের বয়স আনুমানিক ২৫ ও ৩৫। রবিবার সকালে ভৈরব রেলওয়ে সেতু এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় স‚ত্রে জানা গেছে, সকাল পৌনে ৯টার দিকে ওই নারী ও পুরুষ মুক্তিযোদ্ধা চত্বর এলাকার ২৯নং রেল ব্রিজ হেঁটে পার হচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেন ধাক্কা দিলে তারা ব্রিজের নিচে পড়ে গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দুর্ঘটনাস্থল গিয়ে দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। চিকিৎসকরা তখন নারীকে মৃত ঘোষণা করেন এবং গুরুতর আহত পুরুষকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর প্রস্তুতি নেন। কিন্তু বেলা ১২টার দিকে পুরুষটিও মারা যান।
ভৈরব ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ রাকিব উদ্দিন ভূঞা জানান, অজ্ঞাত পরিচয়ের এক নারী ও পুরুষকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক নারীকে মৃত ঘোষণা করেন। এর এক ঘণ্টা পর পুরুষটি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অসাবধানতাবশত দুর্ঘটনাটি ঘটেছে বলে জানান তিনি।
ভৈরব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বুলবুল আহমেদ জানান, নিহত দুজনের পরিচয় শনাক্ত করা না গেলেও ধারণা করা হচ্ছে তারা স্বামী–স্ত্রী।
ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলীম হোসেন জানান, নিহত দুজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। এ ছাড়া তাদের পরিচয় শনাক্ত করারও চেষ্টা করছে পুলিশ।