পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পৌরসভার বিদ্যুৎ লাইনের সঙ্গে সংযুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন গ্রাহকরা। বৃহস্পতিবার পৌরসভার ৭ ও ৮ নং ওয়ার্ডের গ্রাহকরা উপজেলা সদরে বিক্ষোভ মিছিল এবং পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজারের (ডিজিএম) কাছে স্মারকলিপি প্রদান করেন ।
বাসিন্দারা জানান, পাকুন্দিয়া পৌরসভার ৭ ও ৮ এ দুটি ওয়ার্ড পৌরসভার বিদ্যুৎ লাইনের সঙ্গে সংযুক্ত নয়। এতে ওই দুই ওয়ার্ডের নামালক্ষ্মীয়া, ঠাডাকান্দা, রথখলা, বরাটিয়া, চালিয়াগোপ, দিয়াপাড়া, কুড়তলা ও মরুড়া এলাকার গ্রাহকরা কাঙ্খিত বিদ্যুৎসেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
নামালক্ষ্মীয়া এলাকার রুস্তম আলী বলেন, পৌরসভার লাইনে লোডশেডিং কিছুটা কম। আমরা পৌরসভার বাসিন্দা হওয়া সত্ত্বেও বিদ্যুতের পৌর লাইনের সঙ্গে আমাদের ওয়ার্ড সংযুক্ত নয়। এতে অসহনীয় লোডশেডিংয়ের কবলে পড়েছি আমরা। ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ থাকেনা।
এ ব্যাপারে পল্লী বিদ্যুতের পাকুন্দিয়া জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার শহীদুল আলম বলেন, লিখিত আবেদন পেয়েছি। এটি প্রধান কার্যালয়ে পাঠানো হবে। যে সিদ্ধান্ত আসবে, তা বাস্তবায়ন করা হবে।