হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের হোসেনপুরে প্রবাসীকে বহনকারী মাইক্রোবাস খাদে পড়ে একই পরিবারের চারজন আহত হয়েছেন। সৌদিপ্রবাসী ঢাকা থেকে বাড়ি ফেরার পথে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
শনিবার ভোর সাড়ে পাঁচটার দিকে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের মাধখলা চৌরাস্তা এলাকায় দুর্ঘটনাটি ঘটে৷
স্থানীয় সুত্রে জানা গেছে, উপজেলার ডাংরী এলাকার মো. রিপন মিয়া দীর্ঘদিন পর সৌদি আরব থেকে দেশে আসেন। শনিবার ভোরে পরিবারের লোকজন ঢাকা থেকে একটি মাইক্রোবাসে করে তাকে বাড়িতে নিয়ে আসছিলেন। মাইক্রোবাসটি হোসেনপুর–নান্দাইল সড়কের মাধখোলা চৌরাস্তায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস গিয়ে মাইক্রোবাসটি উদ্ধার করে।
হোসেনপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার রাকিবুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আপনার মন্তব্য করুন