নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জ সদর উপজেলার দানাপাটুলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাজহারুল ইসলাম মাসুদকে (৫০) রবিবার রাতে রাজধানীর ফকিরাপুল থেকে গ্রেফতার করেছে র্যাব। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলা ও গুলিবর্ষণের মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।
র্যাব সূত্র জানায়, মামলার এজাহারে বর্ণিত ১৫ নম্বর আসামি মাজহারুল ইসলাম মাসুদসহ অন্যান্য আসামিরা গত ৪ আগস্ট বেলা ২টা থেকে ৪টায় কিশোরগঞ্জ শহরে রামদা, কিরিচ, বল্লম, রড, হকিস্টিক, পেট্রোল বোমা, ককটেল, পাইপগান, পিস্তলসহ মারাত্মক অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে ছাত্র-জনতার মিছিলে হামলা করে। মিছিলকারীরা জীবন রক্ষার্থে পার্শ্ববর্তী সৈয়দ আশফাকুল ইসলাম টিটুর বাসায় গিয়ে আশ্রয় নেয়। আসামিরা পিছু ধাওয়া করে পেট্রোল দিয়ে বাসায় আগুন ধরিয়ে দেয়। আগুনের ভয়াবহতা দেখে সবাই সেখান থেকে পালিয়ে যায়। পরে সেখানে জুলফিকার হোসাইন ও অঞ্জনা নামে দুজন পুড়ে মারা যায়।
এ ব্যাপারে মো. মতিউর রহমান বাদী হয়ে গত ৩০ আগস্ট কিশোরগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার পরিপ্রেক্ষিতে আসামিদেরকে গ্রেফতারে র্যাব গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্প ও র্যাব-৩ যৌথ অভিযান চালিয়ে রাজধানীর ফকিরাপুল থেকে মাজহারুল ইসলাম মাসুদকে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির জানিয়েছেন।
পরে তাকে কিশোরগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।