করিমগঞ্জ (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের করিমগঞ্জে বিলে মাছ ধরতে গিয়ে সুমন (১৫) নামে এক মৃগি রোগীর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে স্থানীয় ধোবাজোড়া বিলে ঘটনাটি ঘটে।
সুমন করিমগঞ্জ উপজেলার জাফরাবাদ ইউনিয়নের মাঝিরকোণা গ্রামের গোলাপ মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সুমন মৃগি রোগে আক্রান্ত ছিলেন। সোমবার দুপুরে বাড়ির পাশের ধোবাজোড়া বিলে মাছ ধরতে যান তিনি। এ সময় মৃগি রোগের উপসর্গ দেখা দিলে বিলের পানিতে ডুবে মারা যান।
পরে স্থানীয় লোকজন তার মরদেহ উদ্ধার করে।
আপনার মন্তব্য করুন