ঢাকাTuesday , 17 September 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

নদীতে ঘুরে জশনে জুলুস উদযাপন

প্রতিবেদক
-
September 17, 2024 12:34 am
Link Copied!

মিলাদ হোসেন অপু, ভৈরব থেকে: নদী পথে স্পিডবোট দিয়ে ঘুরে কিশোরগঞ্জের ভৈরবে জশনে জুলুস উদ্যাপন করা হয়েছে। পবিত্র ইদে মিলাদুন্নবী উপলক্ষে ব্যতিক্রমী এ আয়োজন করে সান্নিধ্য যুব সংঘ। এ উপলক্ষে দুদিনব্যাপী কর্মসূচি পালন করে সংগঠনটি।

সোমবার বিকালে ভৈরব বাজার স্পিডবোট ঘাট এলাকা থেকে ২১টি স্পিডবোটে মেঘনা নদীতে ঘুরে দিনটি উদযাপন করা হয়।

এর আগেরদিন সকালে সংগঠনের পক্ষ থেকে কুরআন তেলাওয়াত প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে অংশগ্রহণ করেন উপজেলা গোছামারা আল হুসাইনিয়া সুন্নিয়া হাফিজিয়া মডেল মাদ্রাসা পৌর শহরের মেহের চান জামে মসজিদ হাফিজিয়া মাদ্রাসা। প্রতিযোগিতায় আল হুসাইনিয়া সুন্নিয়া হাফিজিয়া মডেল মাদ্রাসা বিজয়ী হয়। এতে ১ম হয়েছেন হাফেজ মো. আরিফ আহামেদ, ২য় হয়েছেন মুহাম্মদ অলিউল্লাহ ৩য় হয়েছেন  আলমগীর হোসেন। 

প্রতিযোগিতা অনুষ্ঠান জশনে জুলুসে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাআত ভৈরব উপজেলা শাখার সভাপতি মুজিবুর রহমান মজনু। 

সান্নিধ্য যুব সংঘের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাজুর সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আনিস উল্লাহ, সমাজ সেবক রফিকুল ইসলাম মজনু মিয়া, মাসুম বিল্লাহ, মীর রাজন প্রমুখ। 

কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা আয়োজক কমিটির আহ্বায়ক অনিক আলীর সার্বিক তত্ত্বাবধানে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন হাফেজ হাবিবুর রহমান হাফেজ জসিম উদ্দিন আল কাদরী। প্রতিযোগিতা অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন সৌদী আরব প্রবাসী মো. মুক্তার আলী।

এ দিকে ইদে মিলাদুন্নবী ও জুলাই বিপ্লবের শহিদদের স্মরণে ভৈরব গাউসিয়া কমিটির আয়োজনে ভৈরবপুর দক্ষিণপাড়া যুবকদের সহযোগিতায় দফ কাওয়ালী নাশিদ সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।

আপনার মন্তব্য করুন