কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের কটিয়াদীতে বিনামূল্যে চিকিৎসা সেবা, রক্তের গ্রুপ নির্ণয় ও ওষুধ বিতরণ করা হয়েছে। স্বপ্নছোঁয়া ফাউন্ডেশনের উদ্যোগে সোমবার দিনব্যাপী এ কর্মসূচি পালিত হয়।
উপজেলার মসূয়া ইউনিয়নের চরআলগী ইছামুদ্দীন উচ্চ বিদ্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এতে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আবু বকর সিদ্দিক স্বাস্থ্য সেবা প্রদান করেন।
দিনব্যাপী এ কর্মসূচিতে বিভিন্ন গ্রামের তিনশতাধিক ব্যক্তিকে চিকিৎসা সেবা প্রদান করা হয়। এ সময় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় এবং রোগীদেরকে বিনামূল্যে ওষুধ দেওয়া হয়।
আপনার মন্তব্য করুন