কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের কটিয়াদী মডেল থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডারের সঙ্গে ইসলামী আন্দোলন নেতাদের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সন্ধ্যায় কটিয়াদী থানায় সাক্ষাতকালে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন কটিয়াদী উপজেলা শাখার সভাপতি মুফতি বরকত, মুজাহিদ কমিটি কটিয়াদী উপজেলা শাখার ছদর মাওলানা কামাল উদ্দীন, নায়েবে ছদর মুমিনুল্লাহ মল্লিক, সাধারণ সম্পাদক মাওলানা নাসির উদ্দীন, ইমাম কাম অডিটর মাওলানা শহিদুল্লাহ্, আন্দোলনের অর্থ সম্পাদক কালাম খান, প্রচার সম্পাদক আরমান, মো. বাবুল মিয়া, ছাত্র আন্দোলনের সভাপতি মোহাম্মদ শফিকুল ইসলাম, মুজাহিদ কমিটি থানা কমান্ডার হবিকুল ইসলাম প্রমুখ।
সাক্ষাতকালে নেতৃবৃন্দ আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিসহ সার্বিক বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন।
সাক্ষাৎ শেষে আগামী ৩০ সেপ্টেম্বর কটিয়াদীতে চরমোনাই মাহফিলের দাওয়াত পত্র দেওয়া হয়।