নিজস্ব প্রতিবেদক: মহিলা পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার প্রশিক্ষণ, গবেষণা ও পাঠাগার উপ পরিষদের উদ্যোগে নারীর ক্ষমতায়নের লক্ষ্যে জেলা শাখার সংগঠকদের সচেতনতা ও দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে কিশোরগঞ্জ শহীদ টিটু স্মৃতি পাঠাগারে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে মডারেটরের দায়িত্ব পালন করেন মহিলা পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি এডভোকেট মায়া ভৌমিক। স্বাগত বক্তব্য রাখেন জেলা মহিলা পরিষদের সহ সভাপতি সাহিদা আক্তার খানম।
সংগঠনের কার্যক্রম ও বাস্তব কাজের ধারা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক আতিয়া হোসেন। নারীর মানবাধিকার প্রতিষ্ঠায় আন্তর্জাতিক উদ্যোগ ও সিডও সনদ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন জেলা মহিলা পরিষদের অর্থ সম্পাদক এডভোকেট প্রতিভা শীল। জেন্ডার ধারণা ও নারীর ক্ষমতায়ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন জেলা মহিলা পরিষদের প্রশিক্ষণ, গবেষণা ও পাঠাগার সম্পাদক তাহমিনা ইসলাম এবং পারিবারিক সহিংসতা প্রতিরোধ ও সুরক্ষা আইন–২০১০ ও বাস্তব কাজের আইনী ধারার ওপর প্রশিক্ষণ প্রদান করেন জেলা মহিলা পরিষদের সদস্য এডভোকেট হামিদা বেগম।
প্রশিক্ষণে ২৮ জন সংগঠক অংশগ্রহণ করেন।