ঢাকাFriday , 20 September 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

কুলিয়ারচরে কলেজছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ২

প্রতিবেদক
-
September 20, 2024 3:19 pm
Link Copied!

কুলিয়ারচর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: সিএনজিচালিত অটোরিকশায় বাড়ি ফেরার পথে কিশোরগঞ্জের কুলিয়ারচরে চালক সহযোগীর বিরুদ্ধে এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ঘটনায় কুলিয়ারচর থানায় মামলা করেছেন ভুক্তভোগী পুলিশ বৃহস্পতিবার রাতে অভিযুক্ত অটোচালকসহ দুজনকে গ্রেফতার করেছে

জানা গেছে, ভুক্তভোগী বরিশালের একটি কলেজে পড়াশোনা করেন তার বাড়ি কিশোরগঞ্জ সদর উপজেলায় বুধবার রাতে তিনি বরিশাল থেকে বিভিন্ন বাহনে কিশোরগঞ্জের ভৈরবে এসে পৌঁছান সেখান থেকে অটোরিকশায় বাড়িতে ফেরার পথে কুলিয়ারচরে ধর্ষণের শিকার হন

মামলার এজাহারে বলা হয়, মেয়েটি বরিশাল থেকে কিশোরগঞ্জে বাড়িতে আসার জন্য বুধবার বেলা দুইটার দিকে ঢাকার বাসে উঠেন রাত ৯টার দিকে ঢাকার সায়েদাবাস বাসস্ট্যান্ডে আসেন সায়েদাবাদ থেকে বাসে ভৈরবে পৌঁছান রাত ১২টায় ভৈরব থেকে কিশোরগঞ্জে যাওয়ার বাস না থাকায় তিনি একটি সিএনজিচালিত অটোরিকশায় উঠেন সেটিতে দুই পুরুষ এক নারী যাত্রী ছিলেন কিছুদ যাওয়ার পর চালক ফোন দিয়ে তার এক সহযোগীকে গাড়িতে তুলে নেন

এজাহারে আরো বলা হয়, দীর্ঘ ভ্রমণের কারণে বাদী ক্লান্ত থাকায় একপর্যায়ে গাড়িতে ঘুমিয়ে পড়েন এরমধ্যে গাড়ির অন্য যাত্রীরা নেমে যান ঘুম থেকে উঠে বাদী দেখেন, গাড়িতে তিনি এবং চালক ফোন করে আনা সহযোগী রাত পৌনে দুইটার দিকে কুলিয়ারচরের কলাকুপার চম্পাকান্দা এলাকায় মেয়েটিকে অটোরিকশা থেকে নামিয়ে একটি বাঁশঝাড়ের কাছে নিয়ে যান তারা সেখানে দুজন মিলে তাকে ধর্ষণ করেন পরে তার কাছ থেকে মুঠোফোন টাকা কেড়ে নেন তারা গভীর রাতে মেয়েটি একা হেঁটে যাওয়ার সময় পথে একজনের সঙ্গে দেখা হয় তিনি জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ কল দিলে পুলিশ এসে তাকে উদ্ধার করে

কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার জাহান জানান, বৃহস্পতিবার রাতে ভৈরবের দুর্জয় মোড় থেকে সিএনজিচালক শাহ আলমকে (২৮) গ্রেফতার করা হয়। তিনি ভৈরবের আকবরনগর মিরেরবাগ এলাকার রিয়াজ উদ্দিনের ছেলে। রাত ১ টার দিকে আকবরনগর থেকে গ্রেফতার করা হয় তানভীরকে (২৩)। তার কাছ থেকে মেয়েটির মুঠোফোন উদ্ধার করা হয়। আকবরনগর বাসস্ট্যান্ডে ফ্ল্যাক্সিলোডের দোকান রয়েছে তানভীরের।

আপনার মন্তব্য করুন