নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জে নদী রক্ষার দাবিতে মানববন্ধন কর্মসূচি এবং জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কিশোরগঞ্জ জেলা শাখা।
বিশ্ব নদী দিবস উপলক্ষে রবিবার এ কর্মসূচি পালন করে সংগঠনটি।
বাপা জেলা শাখার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জুয়েলের নেতৃত্বে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করেন। তারা জেলার নদ-নদী বিশেষ করে নরসুন্দা নদীকে দখল ও দূষণমুক্ত করে নাব্যতা ফিরিয়ে আনার দাবি জানান। জেলা প্রশাসক ফৌজিয়া খান স্মারকলিপি গ্রহণ করে নদীগুলোকে দখল ও দূষণমুক্ত করে নাব্যতা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন। পরে পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরীর কাছেও স্মারকলিপি প্রদান করা হয়।
এ দাবিতে এর আগে শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে বাপা জেলা শাখার উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।