ঢাকাSunday , 22 September 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে নদী রক্ষার দাবিতে মানববন্ধন, স্মারকলিপি

প্রতিবেদক
-
September 22, 2024 10:35 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জে নদী রক্ষার দাবিতে মানববন্ধন কর্মসূচি এবং জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কিশোরগঞ্জ জেলা শাখা।

বিশ্ব নদী দিবস উপলক্ষে রবিবার এ কর্মসূচি পালন করে সংগঠনটি।

বাপা জেলা শাখার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জুয়েলের নেতৃত্বে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করেন। তারা জেলার নদ-নদী বিশেষ করে নরসুন্দা নদীকে দখল ও দূষণমুক্ত করে নাব্যতা ফিরিয়ে আনার দাবি জানান। জেলা প্রশাসক ফৌজিয়া খান স্মারকলিপি গ্রহণ করে নদীগুলোকে দখল ও দূষণমুক্ত করে নাব্যতা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন। পরে পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরীর কাছেও স্মারকলিপি প্রদান করা হয়।

এ দাবিতে এর আগে শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে বাপা জেলা শাখার উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

আপনার মন্তব্য করুন