‘‘কাজই শুরু হয়নি, প্রায় পুরো বিল চার কোটি টাকা নিয়ে গেছে ঠিকাদার” শিরোনামে জনপ্রিয় অনলাইন পোর্টাল নিউজ একুশে এর ২২/০৯/২০২৪ ইং তারিখে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার ই-স্মার্ট কনস্ট্রাকশন লিমিটেড এর স্বত্বাধিকারী মোহাম্মদ ইকবাল শাহরিয়ার।
প্রতিবাদলিপিতে তিনি উল্লেখ করেন, ময়মনসিংহ অঞ্চল পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (এমআরআরআইডিপি) এর আওতায় কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার ঢাকী ইউনিয়নের আতপাশা বাজার সড়ক এবং আতপাশা বাজার লিংক রোড (২ হাজার ৩৮০ মিটার) উন্নয়নের জন্য ০২/০৬/২০২৪ ইং তারিখে চুক্তিপত্র সম্পাদিত হয়। সম্পাদিত চুক্তিমূল্য ৪,৪৫,০০,৫৩২/= টাকা মাত্র। চুক্তিপত্র সম্পাদনের পর কাজটি শুরু করার জন্য প্রকল্প সাইটে মালামাল মজুদ করি। প্রকল্প সাইটে বন্যার পানি আসার কারণে কাজটি শুরু করা সম্ভব হয়নি। প্রকল্প সাইট হতে পানি নেমে যাওয়ার সাথে সাথে কাজ শুরু করবো। প্রকাশিত সংবাদে বলা হয়েছে, আমি উক্ত কাজের ১ম চলতি বিল বাবদ ৪ কোটি ২৩ হাজার টাকা বিল গ্রহণ করেছি। কিন্তু আমি উক্ত কাজের কোন বিল গ্রহণ করিনি।
প্রকাশিত সংবাদে যা বলা হয়েছে, তা সত্য নহে এবং ইহা ভিত্তিহীন। আমার ঠিকাদারী প্রতিষ্ঠানের সুনাম ক্ষুন্ন করার জন্য আমার প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে।
স্বাক্ষরিত
(মোহাম্মদ ইকবাল শাহরিয়ার)
প্রো: ই-স্মার্ট কনস্ট্রাকশন লিমিটেড
বসুন্ধরা আর/এ. ভাটারা, ঢাকা-১২১২
(বিজ্ঞাপন)